আনসারদের সচিবালয় ঘেরাও ষড়যন্ত্রের অংশ, জড়িতদের আইনের আওতায় আনা হবে: নাহিদ

ছবি: ইব্রাহিম খলিল ইবু/স্টার

দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেওয়ার পরে আনসাররা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বতী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার রাতে সচিবালয়ের গেটে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা আজ ঐক্য ধারণের আহ্বান জানিয়েছেন। আমরা আনসারদের সব দাবি-দাওয়া মেনে নেবো বলে আশ্বাস দিয়েছিলাম। এর জন্য আমরা সময় চেয়েছিলাম। কিন্তু এরপরেও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ছাত্ররা তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

'এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ মনে হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
CPD’s budget recommendations

How the power and energy sector can come out of constant financial crunch

The sector has faced prolonged financial losses, rising public debt, and increasing fiscal burdens.

3h ago