হাসনাতের অবস্থা আশঙ্কামুক্ত, তবে স্থিতিশীল নয়

হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

তার শারীরিক অবস্থা সম্পর্কে আজ সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।

রোববার রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। এতে হাসনাতসহ অন্তত ৪০ জন আহত হন। চিকিৎসার জন্য আহতদের তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

অন্যদিকে গতকালের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে আজ ঢামেক হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ওই সময় হাসনাতও ঢামেক হাসপাতালে ছিলেন।

সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার গুরুতর আহতদের নিবিড়ভাবে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে বিদেশি দাতারাও সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

হাসপাতাল পরিদর্শনকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢামেকের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Humanitarian corridor: 'First get guarantee for Rohingya return'

'The interim government has agreed in principle to allow a humanitarian corridor under UN supervision with certain conditions'

11h ago