বাধ্যতামূলক অবসরে পাঠানো ৫ পুলিশ কর্মকর্তা পুনর্বহাল

আওয়ামী লীগ সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচজন পুলিশ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

পুনর্বহাল হওয়া কর্মকর্তাদের মধ্যে চার জন পুলিশ সুপার পদমর্যাদার। অন্য একজন উপপুলিশ মহাপরিদর্শক পদের। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

তারা হলেন, পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের সাবেক পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাবেক পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞা, একই বিভাগের সাবেক পুলিশ সুপার মো. নাজমুল করিম খান, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সাবেক পুলিশ সুপার মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির সাবেক উপপুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

তাদেরকে পুনর্বহালের ব্যাপারে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে 'জনস্বার্থে' অবসর প্রদানের তারিখ হতে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত (in duty) গণ্য করে তারা বকেয়া বেতনভাতা, পদোন্নতি এবং চাকরির অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। সেই সঙ্গে তারা ট্রাইব্যুনাল/আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করবেন।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

1h ago