গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হলো বাংলাদেশ

গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকায় স্বজনদের প্রতিবাদ। স্টার ফাইল ছবি

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আজ বৃহস্পতিবার এই সনদে সই করেছেন।

গুমের হাত থেকে সব নাগরিকদের রক্ষায় ২০০৬ সালে ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক গুমবিরোধী সনদ গৃহীত হয়।

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গুমবিরোধী সনদে সই করেন। এ সময় করতালির দেন অন্য উপদেষ্টারা।

সনদে সই করার পর প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক উপলক্ষ। গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে এই এই সনদে সই করল বাংলাদেশ।

বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ বছরে বাংলাদেশে সাত শর বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সরকারের গোপন কারাগার থেকে বেশ কয়েকজনকে মুক্তি দেওয়া হয়। এই কারাগার 'আয়নাঘর' নামে পরিচিত।

Comments

The Daily Star  | English

Third round of Bangladesh-US tariff talks to start in Washington DC

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

12m ago