সাংবাদিকদের ওপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে বাউফলে মানববন্ধন
সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকির প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।
আজ শনিবার সকাল ১০টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সম্পাদক তোফাজ্জেল হোসেন, দৈনিক সমকালের বাউফল উপজেলা প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায়, যুগান্তরের প্রতিনিধি আরেফিন সহিদ, নিউনেশন প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কালের কণ্ঠের সাংবাদিক এমরান হাসান সোহেলের ওপর হামলা ও তার বাড়িতে ভাঙচুর করা হয়। প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। সম্প্রতি সংবাদ প্রকাশের জেরে ভোরের আকাশের সাংবাদিক মো. ফিরোজ ও কালবেলার মশিউর রহমানের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা মামলা করেন এক যুবলীগ নেতা।
Comments