লালমাটিয়া কলেজের ৩ শিক্ষক, ৫৪ কর্মচারীর চাকরি আত্তীকরণ না করায় হাইকোর্টের রুল
ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজের তিন শিক্ষক ও ৫৪ কর্মচারীকে যথাক্রমে সরকারি শিক্ষক ও কর্মচারী হিসেবে চাকরিতে আত্তীকরণ না করার সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট।
রুলে লালমাটিয়া সরকারি মহিলা কলেজকে ওই শিক্ষক ও কর্মচারীদের চাকরিতে আত্তীকরণ না করার সিদ্ধান্তটি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সরকারি শিক্ষক-কর্মচারী হিসেবে তাদের চাকরি আত্তীকরণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।
আশরাফা আহতারসহ তিন শিক্ষক ও ৫৪ কর্মচারীর দায়ের করা পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটকারীর আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, তার মক্কেলরা ২০০০ সাল থেকে লালমাটিয়া সরকারি মহিলা কলেজে (সাবেক লালমাটিয়া কলেজ) শিক্ষক-কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮ (সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী শোষণ বিধিমালা, ২০১৮) এর অধীনে কলেজে সরকারি শিক্ষক ও কর্মচারী হিসেবে চাকরি পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য। কিন্তু তাদের বিষয়ে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবৈধ ও অসাংবিধানিক।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রুনজীব।
Comments