আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

তিনি বলেন, 'আহতদের কেউ কেউ বিনা চিকিৎসায় মারা গেছেন এবং আমরা এর দায় জাতির সামনে এড়াতে পারব না। তাই আমরা সমন্বিতভাবে কাজ করছি।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা বলেন আকমল হোসেন আজাদ।

আহত শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর ব্যাপারে তিনি বলেন, 'আমরা আহত শিক্ষার্থীদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছি। এটি আমাদের এখতিয়ারভুক্ত না হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রি টিকিট দিয়েছে। কেউ না দিলেও আমরা ব্যবস্থা করে দেব।'

আন্দোলনে হতাহতদের সংখ্যারও একটি খসড়া হিসাব দেন আকমল হোসেন। তিনি জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ৬২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ হাজার ৩৮০ জন। তবে এটা চূড়ান্ত সংখ্যা নয়।

তিনি আরও বলেন, কতজন আহত বা নিহত হয়েছেন তা নির্ধারণের জন্য একটি টাস্কফোর্স বা কমিটি গঠন করা হয়েছে। একজন সাবেক সিনিয়র স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। তারা এই সংখ্যা জানার চেষ্টা করছেন।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

7h ago