পদত্যাগ করতে রাজি: মমতা

‘আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়।’
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: এএফপি
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: এএফপি

জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের জন্য দুই ঘণ্টা অপেক্ষার পর এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।  

চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বস্ত করে মমতা বলেন, 'সরকার সংলাপের জন্য সবসময় প্রস্তুত।'

সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী বার্তা ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আমাদের সরকারকে অপমান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এর কোন রাজনৈতিক রং আছে। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।'

মমতা আরও বলেন, 'জনগণের স্বার্থে আমি পদত্যাগ করতে প্রস্তুত। আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি ন্যায়বিচার চাই এবং আমি চাই সাধারণ মানুষ চিকিৎসা পাক।'

আজ বিকেল ৫টায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। সচিবালয়ের গেট পর্যন্ত প্রতিনিধি দল চলেও এসেছিল। কিন্তু তাদের দাবি ছিল, বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। রাজ্য সরকার এতে রাজি না হওয়ায় প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়।

গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজে এক চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্যের চিকিৎসক এবং রাজ্য সরকারের মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলে আসা মুখোমুখি অবস্থানের মধ্যে আজকের সভা বাতিল করা হয়েছে। ওই ঘটনার বিচারের দাবিতে আন্দোলনরত ডাক্তাররা অভিযোগ তুলেছেন, বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রক্ষা করার চেষ্টা চলছে।

 

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

3h ago