ড. ইউনূস-বাইডেন বৈঠক শুরু

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শেষে তারা এই বৈঠকে বসেন।
সম্মেলন কক্ষে প্রবেশ করছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জো বাইডেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।

আজ মঙ্গলবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শেষে তারা এই বৈঠকে বসেন।

আজ রাত ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ড. ইউনূস ও বাইডেন বৈঠকে অংশ নিতে সম্মেলন কক্ষে প্রবেশ করেছেন।

জাস্টিন ট্রুডোর হাতে আর্ট বই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ তুলে দেন ড. ইউনূস। ছবি: সংগৃহীত

এই বৈঠকের আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস।

সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও কানাডার সম্পর্ককে আরও দৃঢ়করণ এবং বাংলাদেশের তরুণদের সহযোগিতা করার উপায়সহ আরও কিছু বিষয়ে আলোচনা করেন।

ড. ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর কাছে ছাত্র আন্দোলনের সময় এবং পরে শিক্ষার্থী ও তরুণদের আঁকা দেয়ালচিত্রের একটি আর্ট বই 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' হস্তান্তর করেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের জন্য ড. ইউনূসের প্রশংসা করেন ট্রুডো। তিনি বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনে সহায়তা করার জন্য কানাডা প্রস্তুত বলে জানান।

বিগত সরকার কীভাবে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে তা বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য কানাডার প্রশংসা করেন।

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধও জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনার মাধ্যমে জাতিসংঘ সফর শুরু করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিশিষ্ট বিশ্বনেতাদের সঙ্গে দেখা করেন।

তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।

জাতিসংঘের সদর দপ্তরে তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রুপনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ড. ইউনূস।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

8h ago