বাংলাদেশি শিক্ষার্থীদের স্টেকহোল্ডার হিসেবে পাশে চায় ইবিএফসিআই

ইবিএফসিআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সফররত ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইবিএফসিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর তত্ত্বাবধানে প্রায় ১৫ জন শিক্ষার্থী এই বৈঠক অংশ নেন।

তারা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, শান্তি ও সংঘর্ষ, লোকপ্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আইন, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

সেসময় ইবিএফসিআইয়ের এমডি সেলিম শরিফ বলেন, 'আমরা সরকার পরিবর্তনের পর নিজ উদ্যোগে প্রায় ২১ জন প্রতিনিধি নিয়ে ইউরোপ থেকে এসেছি শুধু এটা জানতে যে, বাংলাদেশের এখন নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদের (এনআরবি) কাছ থেকে কী ধরনের সাহায্য প্রয়োজন।'

'গতকাল প্রথম দিনেই আমরা ছাত্রদের সঙ্গে বসে মুগ্ধ তাদের প্রজ্ঞা এবং ভিশন দেখে। আমরা এই ছাত্রদের স্টেকহোল্ডার হিসেবে সামনের দিনগুলোতে পাশে চাই। ইয়ং ব্রেইন থেকে যে এত সুন্দর সুন্দর আইডিয়া উঠে আসতে পারে, আমাদের ধারণাই ছিল না।'

ইবিএফসিআইয়ের প্রতিনিধি দলটি আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। এই সময়ে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাত জন উপদেষ্টার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবে। এ ছাড়াও, তারা এফবিসিসিআই, সেনাপ্রধান, ব্রিটিশ হাইকমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও সাক্ষাত করবে বলে জানা গেছে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh opposes‘push-in’, seeks diplomatic solution with India: Home adviser

"India has been urged not to conduct push-ins but to follow established protocols"

6m ago