পূজার পর অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থাপনায় অভিযান চালানো হবে: আইজিপি

রামকৃষ্ণ মঠ ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি মো. মইনুল ইসলাম। ছবি: ইউএনবি

দেশে কোনো অপরাধ করে শাস্তি থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. মইনুল ইসলাম।

আজ শনিবার সকালে রামকৃষ্ণ মঠ ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, 'যারা অন্যায়ের সঙ্গে জড়িত তারা সংখ্যায় কম এবং আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তবে তারা নগণ্য হবে। গতকালের ঘটনা তারই প্রমাণ। আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং দ্রুত ব্যবস্থা নিয়েছি। তাই যারা অপরাধ করতে চায় তাদের পালানোর কোনো সুযোগ নেই।'

দুর্গাপূজার পর ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও ট্রাফিক ব্যবস্থাপনায় অভিযান পরিচালনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলার অবনতি রোধে পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো স্পর্শকাতর বিষয়ে পুলিশকে অবহিত করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান আইজিপি।

Comments

The Daily Star  | English

Rice prices remain rigid, warranting a close look: GED

Rice contributed 40% to food inflation in May, which hit 50% in June

1h ago