অভয়ারণ্য-উদ্যানে ২০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন

দেশের বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকা অতিক্রম করার সময় ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা একটি আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পেরও আওতায় হাতিসহ বন্যপ্রাণী সংরক্ষণে কতিপয় ব্যবস্থা গ্রহণের পরেও গত ১৩ অক্টোবর অনভিপ্রেত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণী সুরক্ষায় সব ট্রেন ২০ কিলোমিটার গতিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।'

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রেলপথ মন্ত্রণালয় কর্তৃক গতিসীমা নির্ধারণের চিঠি পেয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এ ছাড়া সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার ট্র্যাকে একটি হাতি মারা যাওয়ায় ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ট্রেনটির চালক (লোকো মাস্টার) জামাল উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেলওয়ে।

চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, গতিসীমার নির্দেশনা ইতোমধ্যে তারা কার্যকর করেছেন।

এদিকে, অভয়ারণ্যে বন্যপ্রাণী মৃত্যুর ঘটনা তদন্তের জন্য বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গত ১৩ অক্টোবর চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেনের ধাক্কায় একটি হাতি আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

বরখাস্তকৃত লোকো মাস্টার জামাল উদ্দিন ওই দিন চট্টগ্রামগামী কক্সবাজার স্পেশাল ট্রেনটি পরিচালনা করেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

3h ago