ছাত্র-জনতার আন্দোলন: সিআরপিতে চিকিৎসাধীন ৩২ জনকে আর্থিক সহায়তা

সিআরপিতে চিকিৎসাধীন ৩২ জনকে ৩২ লাখ টাকা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

সাভারে পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ৩২ জনকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার বিকেল চারটার দিকে 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের' পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

সেসময় ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা ইতি, সাভারের সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

তারা সিআরপিতে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের কাছে গিয়ে খোঁজ-খবর নেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সর্বোচ্চ এক লাখ টাকা এবং শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সিআরপিতে এসেছি। এখানে ভর্তি ২৭ জনকে বিকাশের মাধ্যমে এবং পাঁচ জনকে চেকের মাধ্যমে মোট ৩২ লাখ টাকা দেওয়া হয়েছে।

বাসায় আহত অবস্থায় রয়েছেন এমন ব্যক্তিদের বিষয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে বা হবে, জানতে চাইলে তিনি বলেন, আমাদের একটি ফরম রয়েছে। সেটি যথাযথভাবে পূরণ, হটলাইন নম্বর ও ওয়েবসাইট ব্যবহার করে আহত অন্যান্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

'এককালীন এ আর্থিক সহায়তাই শেষ নয়। আমরা আহতদের পুনর্বাসন জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব', বলেন তিনি।

সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, সিআরপিতে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার ক্ষেত্রে তাদের প্রয়োজন অনুসারে সিআরপির বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আহতদের চিকিৎসাসহ থাকা-খাওয়ার বিষয়টি সিআরপির পক্ষ থেকে দেওয়া হবে।

'আহতদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছে সিআরপি। এক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এগিয়ে আসায় আহতদের পুনর্বাসনে সম্মিলিতভাবে আমরা কাজ করব', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

21m ago