ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত এখনো হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন।

আজ বুধবার ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, 'আগে বুঝতে হবে যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার বিষয়ে আমরা সম্মত হয়েছি কি না, আমরা এখনো বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা প্রস্তাবটি পরীক্ষা করছি।'

এর আগে গতকাল সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন যে,  শিগগির ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের একটি কার্যালয় স্থাপন করা হবে।

তিনি বলেছিলেন, 'এটা খুব বড় সিদ্ধান্ত। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছে। এখানে কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।'

আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 'ভলকার তুর্ক এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের এ বিষয়ে লিখিত চিঠি দেয়নি। তবে আলোচনা হয়েছে।'

'আমরা বাংলাদেশে এমন একটি অফিসের প্রয়োজনীয়তা খতিয়ে দেখছি,' বলেন তিনি।

যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, 'আগামী ৭ নভেম্বর তিনি সেখানে যাবেন এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে যতটুকু সহায়তা করা দরকার, সরকার তা করবে।'

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

1h ago