রিউমর স্ক্যানারের প্রতিবেদন

সরকারি ওয়েবসাইট ব্যবহার করে মেট্রোরেলে নিয়োগের নামে প্রতারণা

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকার মেট্রোরেলে নিয়োগের কথা উল্লেখ করে সম্প্রতি একটি নম্বর থেকে বিভিন্নজনের কাছে যে এসএমএসটি যাচ্ছে, তা প্রতারণা বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

রোববার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মেট্রোরেলে নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদনের আহ্বান জানিয়ে সম্প্রতি অনেকের মোবাইলে '+8801894925496' নম্বর থেকে এসএমএস পাঠানো হচ্ছে। সেখানে লেখা হচ্ছে, 'Exciting Job Opportunities in the Metro Rail! Metro Rail is hiring"no prior experience required! A huge recruitment notice has just been released https://bit.ly/job-dmtcl Apply directly with a single click through the link above (limited time only!)'

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত এসএমএসটি মেট্রোরেল কর্তৃপক্ষ পাঠায়নি এবং সংশ্লিষ্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তির সময়সীমাও গত ৩ অক্টোবর শেষ হয়ে গেছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের ইন্টারফেস ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই আবেদনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।

এসএমএসে পাঠানো লিংকে প্রবেশ করলে 'https://eservice.bba.gov.bd/DMTCL/index.php' এই ঠিকানার একটি ওয়েবসাইট পাওয়া যায়, যেটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের সাব-ডোমেইন হিসেবে পরিচালিত বলে লক্ষ্য করা গেছে। তাই প্রথম দেখায় সাইটটিকে সেতু কর্তৃপক্ষের বলেই মনে হবে যে কারো। সেখানে দুইটি পদে নিয়োগের তথ্য দেওয়া রয়েছে—টিকিট মেশিন অপারেটর পদে ১৩৯ জন এবং কাস্টমার রিলেশন অ্যাসিটেন্ট পদে ৬৩ জন। দাবি করা হয়েছে, এসব পদে আবেদনের শেষ সময় আগামী ৫ নভেম্বর।

আবেদন ফি ২২৫ টাকা জানিয়ে আবেদনের জন্য আরেকটি লিংক (https://eservice.bba.gov.bd/DMTCL/apply-form.php) দেওয়া হয়েছে, যেটিও সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের সাব-ডোমেইন বলে পরিলক্ষিত হয়। এই অংশে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে আবেদন ফি জমা দিতে '01645973355' এই নম্বর দেওয়া হয়েছে।

রিউমর স্ক্যানার এসএমএস আসা নম্বর (01894925496) ও ফি জমা দেওয়া নম্বর (01645973355) দুটি ট্রু কলারে যাচাই করে দেখতে পেয়েছে, প্রথমটিকে স্প্যাম হিসেবে অসংখ্যবার রিপোর্ট করা হয়েছে এবং দ্বিতীয়টিকে  'ত্রাণ বাটপাড়' হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় নম্বরটি বিকাশে 'মিনহাজুর রহমান' ও নগদের অ্যাপে 'মো. মিজানুর রহমান' নামে চিহ্নিত করা হয়েছে।

অনুসন্ধানে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে একই পদগুলোর বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তির খোঁজ পাওয়া গেছে।

গত ১ আগস্ট 'ডিএমটিসিএলের নিয়োগ বিজ্ঞপ্তি-১০' শিরোনামে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ওই দুই পদে আবেদনের সময়সীমা ৪ সেপ্টেম্বর জানিয়ে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে পরিশোধের আহ্বান জানানো হয়। পরবর্তীতে ২৭ আগস্ট 'নিয়োগ বিজ্ঞপ্তি-১০ এর আবেদনপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি' শিরোনামে দেওয়া আরেক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, ওই দুই পদে আবেদনের সময়সীমা ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফও রিউমর স্ক্যনারকে নিশ্চিত করেছেন, আবেদনের সময়সীমা পরবর্তীতে আর বাড়ানো হয়নি। তিনি আরও জানান, আবেদনের জন্য যে সাইটটি ব্যবহার করা হচ্ছে, তা ভুয়া বা প্রতারণামূলক উদ্যোগ।

'এটি আমাদের ডোমেইনই নয়৷ আমরা বিকাশের মাধ্যমে কোনো ফি গ্রহণ করি না', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

3h ago