আদানির বকেয়া স্বৈরাচারী সরকারের, দ্রুত পরিশোধ করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের কাছে ভারতের আদানি গ্রুপের বকেয়া দ্রুত পরিশোধ করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আদানি গ্রুপের বকেয়া ৮৫০ মিলিয়ন ডলার পরিশোধ না করা হলে ৭ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। 

এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'আদানির পুরো তথ্য এখনো এনার্জি মিনিস্ট্রিতে আসেনি। এটা যদি সত্য হয় তাহলে আমরা খুব শকড। আমরা আদানির পেমেন্ট যথেষ্ট দ্রুততার সঙ্গে দেওয়ার চেষ্টা করছি।'

'তার যে ব্যাকলগ হয়েছে সেটার জন্য মূলত দায়ী আগের স্বৈরাচারী সরকার। তারা বিশাল অংকের বকেয়া রেখে গেছে। সে কারণে এটা বেড়ে গিয়েছিল। আমরা গত মাসে ৯৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছি, যেটা তার আগের মাসের দ্বিগুণ,' বলেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, 'আমরা কারও জিম্মি হব না। কোনো একক বিদ্যুৎ উৎপাদনকারীর কাছে জিম্মি হব না। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন আরও দ্রুত পরিশোধ করা যায়।' 

তিনি আরও বলেন, 'আমাদের রিজার্ভ বাড়া শুরু হয়েছে। এটা থমকে গিয়েছিল, এটা এখন ফিরে এসেছে। এখন আমরা রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক বিলগুলো পরিশোধ করতে পারছি। এখন আদানির বকেয়া আছে ৭০০ মিলিয়ন ডলার। আমরা এটা দ্রুত পরিশোধ করার আশা রাখি। আমরা এটা পারব।'

আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ''পতিত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছিল। সেই টাকা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। কত টাকা পাচার হয়েছে তা বের করতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। সেই শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।'

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

1h ago