জানুয়ারিতে ঢাকার ১০ রাস্তা হর্নমুক্ত ঘোষণা করা হবে: উপদেষ্টা রিজওয়ানা

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জানুয়ারিতে ঢাকার ১০টি রাস্তা হর্নমুক্ত ঘোষণা করা হবে। দেশকে হর্নমুক্ত করতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে।

তিনি বলেন, দেশকে হর্নমুক্ত রাখতে সবাইকে নিজের গাড়ি নিয়ন্ত্রিতভাবে চালাতে হবে। একইসঙ্গে হর্ন ব্যবহার কমাতে হবে।

সোমবার (৪ নভেম্বর) বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে 'শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪'র গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে সঠিক তথ্য ও জ্ঞানের ভিত্তিতে জনমত গঠনে তরুণদের এগিয়ে আসতে আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। পরিবেশবান্ধব দেশ গঠনে তাদের অবদান রাখতে হবে। সঠিক তথ্যের ভিত্তিতে তরুণ প্রজন্মকে সমস্যা সমাধানে চিন্তা-ভাবনা করতে হবে এবং সৃজনশীলতার মাধ্যমে নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হবে।

এ বছর শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩২টি এবং কলেজ পর্যায়ের ৩২টি দল অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রথম রানার আপ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দ্বিতীয় রানার আপ হয়।

কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, প্রথম রানার আপ নৌবাহিনী কলেজ ও দ্বিতীয় রানার আপ মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ।

এদিকে সমগ্র দেশে পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে ৩৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩২ হাজার ৪০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ দুই হাজার ৯৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

Comments

The Daily Star  | English

Stocks fall on poor performance of large companies

Indexes of the stock market in Bangladesh declined yesterday on rising the day before, largely due to the poor performance of Islami Bank Bangladesh along with the large-cap and blue-chip shares amid sales pressures..Large-cap refers to shares which account for large amounts in market capi

1h ago