নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনায় নাইক্ষ্যংদিয়ার কাছে থেকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এই অপহরণের ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আদনান চৌধুরী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সশস্ত্র আরাকান আর্মির একটি দল নাফ নদীর মোহনার কাছে নাইক্ষ্যংদিয়া পয়েন্ট থেকে মোট ১৫টি নৌকা ও ২০ জন জেলেকে ধরে নিয়ে যায়।'

'জেলেরা যে পয়েন্টে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন, সেটি আসলে মিয়ানমারের অংশে,' বলেন আদনান।

আটক জেলেদের নাম-পরিচয় এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, 'বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জেলেদের উদ্ধারে কাজ শুরু করেছে।'

এর আগে গত ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমারের মাঝামাঝিতে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ছয়টি ট্রলারে ৫৮ জেলেকে আটক করে মিয়ানমার নৌবাহিনী।

এর মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজন নিহত ও দুজন আহত হন।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago