শাহজালালে বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা, কুয়েত এয়ারওয়েজের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুয়েত এয়ারওয়েজ, কুয়েত,
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের একটি উড়োজাহাজের ওপর বোর্ডিং ব্রিজ ভেঙে পড়ে এর দরজা ভেঙে গেছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে কুয়েত এয়ারওয়েজের কেইউ২৮৩ ফ্লাইটটি ঢাকায় অবতরণের কিছুক্ষণ পর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উড়োজাহাজটি থেকে সব যাত্রী নেমে যাওয়ার পর দরজা সংলগ্ন বোর্ডিং ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। ঘটনার সময় বিমানটিতে শুধু পাইলট ও কেবিন ক্রু ছিলেন।

ফিরতি ফ্লাইটে ২৮৪ জন যাত্রী নিয়ে রাত ২টা ৪৫ মিনিটে কুয়েতের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এখন ঢাকা বিমানবন্দরে রাখা আছে।

আটকে পড়া যাত্রীদের নিয়ে যেতে আরেকটি উড়োজাহাজের ব্যবস্থা করেছে কুয়েত এয়ারওয়েজ। ওই উড়োজাহাজটি ঢাকার পথে আছে বলে জানা গেছে। বর্তমানে যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন, তাদের কাছাকাছি একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।

কুয়েত থেকে আসা কানেক্টিং ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে বিনামূল্যে ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

32m ago