ফেসবুকে কোনো আইডি নেই, কোনো লেখা শেয়ারের প্রশ্নই ওঠে না: কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য

ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দেশের অন্যতম কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্যের নামে একটি ভুয়া পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্যের নামে এবং তার ছবি ব্যবহার করে জামায়াতের টাকার উৎস শিরোনামে একটি ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে আজ সোমবার শিশির ভট্টাচার্য্য দ্য ডেইলি স্টারকে জানান, তার নামে ছড়িয়ে দেওয়া এই লেখার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, 'ফেসবুকে তো আমার কোনো আইডিই নেই। সুতরাং এই ধরনের লেখা এবং তা শেয়ার করার কোনো প্রশ্নই ওঠে না। এই লেখার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেটা অন্য কোনো শিশির ভট্টাচার্য্য হতে পারেন।'
ফেসবুকের ওই পোস্টে জামায়াতে ইসলামী দল পরিচালনায় প্রতিদিন কীভাবে টাকা সংগ্রহ করা হয় তার বিবরণ দেওয়া হয়।
Comments