চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর ২৮ রাউন্ড গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী গ্রেপ্তার

অস্ত্র হাতে যুবলীগ কর্মী তৌহিদুল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে শটগান থেকে ২৮ রাউন্ড গুলি বর্ষণকারী যুবলীগের কর্মী তৌহিদুল ইসলাম ফরিদকে (৩২) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

তৌহিদুলকে শুক্রবার রাতে সাতক্ষীরার কমলনগর থেকে গ্রেপ্তার করে শনিবার সকালে চট্টগ্রামে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্র জানায়, তৌহিদ চান্দগাঁওয়ের সাবেক সিসিসি ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হকের ঘনিষ্ঠ সহযোগী।

গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার একদিন আগে ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে তৌহিদুলের বিরুদ্ধে। গণমাধ্যমে তার অস্ত্র হাতে ছবি প্রকাশিত হয়। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি প্রসিকিউশন) কাজী তারেক আজিজ ডেইলি স্টারকে বলেন, 'তদন্তে পুলিশ জানতে পেরেছে তৌহিদুল নিজেই ৪ আগস্ট বিক্ষোভকারীদের ওপর প্রায় ২৮ রাউন্ড গুলি ছুড়েছেন।'

তবে তৌহিদের রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপারে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, তার রাজনৈতিক পরিচয় জানতে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, 'তৌহিদ পাঁচটি হত্যা মামলা, চাঁদাবাজি মামলা, সহিংসতা ও ডাকাতিসহ ১২টি মামলার আসামি। পুলিশ তার আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা করছে।'

Comments

The Daily Star  | English
LDC graduation

Graduation or deferral: Is Bangladesh ready for the post-LDC era?

It now needs to be decided whether Bangladesh should actively pursue a deferral of LDC graduation.

7h ago