নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যরা নিজস্ব মতামত দিচ্ছেন: প্রেস উইং

ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ ব্রিফিং। ছবি: সংগৃহীত

নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচনের তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা দেবেন। বাকি যারা বলছেন কবে হতে পারে, এগুলো তাদের নিজেদের মতামত।'

আরেক প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, 'প্রত্যেকে তাদের নিজস্ব মতামত দিতে পারেন। সরকার আইন মেনে সার্চ কমিটি গঠন করেছে। তাদের কাছে রাজনৈতিক দল নাম প্রস্তাব করেছিল। তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছেন।'
 

Comments

The Daily Star  | English
Khaleda Zia skips rally due to illness

Khaleda to return home from London on May 5

BNP Chairperson Khaleda Zia will return home on Monday after her medical check-up in London.

3h ago