ঢাকা-ময়মনসিংহ রুটে মালবাহী ট্রেন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ রেলরুটে বিমানবন্দর ও টঙ্গী স্টেশনের মাঝামাঝি জয়নাল মার্কেট এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে স্টেশনমাস্টার রাকিবুর রহমান।

রাকিবুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিমানবন্দর-টঙ্গী সেকশনে মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে আপাতত (ঢাকাগামী) ডাউন লাইন দিয়ে আপ-ডাউন উভয় রুটের ট্রেন চলাচল করছে।'

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা অভিমুখী এবং ঢাকা থেকে অন্যান্য গন্তব্যে ছেড়ে যাওয়া বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষা করছে।

সকাল ১০টায় টঙ্গী স্টেশনের কর্মী ছাত্তার মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি রেললাইনে কাজ করছি। আজ ভোরে উত্তরার দিকে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রেলের একটি চাকা লাইন থেকে নেমে গেছে, তবে ট্রেনটি মূলত লাইনে রয়েছে।'

ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার রাকিবুর রহমান।

Comments

The Daily Star  | English

No scope to verify authenticity when cases are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

25m ago