হজের প্রাথমিক নিবন্ধনের সময় বাড়ল

হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে।
একইসঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে আর সময় বাড়ানো হবে না বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আগামী বছরের হজের জন্য 'প্রাথমিক নিবন্ধনের' সময় শেষ হওয়ার দুই দিন আগে ধর্ম মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানালো।
Comments