পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতীয় গণমাধ্যম ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাকে বাংলাদেশে আসার  আহ্বান

অপপ্রচার রোধে ভারতীয় গণমাধ্যম ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাকে বাংলাদেশে এসে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন।

অপতথ্য রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, 'ইদানিং আমরা লক্ষ করছি যে, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে (শিল্প পরিসরে) অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস দেখা যাচ্ছে। যা অনেকাংশ খুব আগ্রাসীভাবে করছে ভারতীয় গণমাধ্যম। এর জন্য জাতীয় ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে, তোমরা (ভারতীয় মিডিয়া) এসো, দেখো এখানে কী হচ্ছে। আমাদের দেশের ইমেজের প্রশ্ন। তাই আমাদের সবাই মিলে একসঙ্গে এই অপতথ্যের প্রচারণার বিরুদ্ধে নামতে হবে।'

দেশের গণমাধ্যমের উদ্দেশে প্রেস সচিব বলেন, 'আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করবো, বাংলাদেশকে নিয়ে ভয়ানকভাবে যে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো তারা যেন কম্পাইল (সংকলন) করে। এটা তাদের জাতীয় দায়িত্ব বলে আমি মনে করি।'

প্রেস সচিব বলেন, আগস্ট মাসের শেষের দিকে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির কথা হয়েছিল। আগস্ট মাসেও কিছু অপতথ্য ছড়ানো হয়েছিল। তার আলোকে ড. ইউনূস নরেন্দ্র মোদিকে ভারতের সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, 'আমি ও আমার সহকর্মীরাও ভারতীয় সেনাবাহিনী ও মিডিয়ার সঙ্গে কথা বলছি, তাদের বাংলাদেশে এসে সব কিছু দেখে যাওয়ার আহ্বান করেছি।'

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s deadly order

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

3h ago