রিউমর স্ক্যানারের প্রতিবেদন

অস্ত্র হাতে ব্যক্তি ইসকন সদস্য নন, কথিত বৌদ্ধ সন্ন্যাসী

ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) সদস্য অস্ত্র হাতে প্রশিক্ষণ নিচ্ছে দাবি করে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি কথিত বৌদ্ধ সন্ন্যাসীর এবং বেশ পুরোনো বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

তাদের অনুসন্ধানে উঠে এসেছে, প্রচারিত ভিডিওটিতে অস্ত্র চালানো ব্যক্তি ইসকন সদস্য নন।থাইল্যান্ড ভিত্তিক গণমাধ্যম থাইরাথ টিভির ফেসবুক পেজে গত ২ অক্টোবর প্রচারিত একটি ভিডিওর সঙ্গে ওই ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিও প্রসঙ্গে বলা হয়েছে, বৌদ্ধ অফিস থেকে প্রচারিত ভিডিওটির বিষয়ে একটি তদন্ত করা হচ্ছে। ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তি যদি কোনো বৌদ্ধ মন্দির বা মঠের সন্ন্যাসী হয়ে থাকেন, তাহলে তাকে সতর্ক করার জন্য মঠাধ্যক্ষকে জানানো হবে।

আরও বলা হয়েছে, ওই ব্যক্তির এই রকম কার্যক্রম একজন সন্ন্যাসীর ক্ষেত্রে অনুপযুক্ত এবং এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাসে সংকট তৈরি করেছে। তবে, তদন্তটির ফলাফল সম্পর্কে জানা যায়নি।

রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, একই বিষয়ে থাই মিডিয়া আউটলেট খাওসোড অনলাইনে গত ১ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে প্রচারিত দৃশ্যের স্ক্রিনশটের সংযুক্তিও পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, গত ১ অক্টোবরে ফেসবুকে ওই ভিডিওটি প্রচার করা হয়েছে, যেখানে একজন ব্যক্তি সন্ন্যাসীর বেশে গুলি করছেন। তবে, ভিডিওটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৫ নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে চিন্ময় কৃষ্ণ দাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক এবং পরদিন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করার আগে থেকেই ভিডিওটি অনলাইনে ছিল, উল্লেখ করে রিউমর স্ক্যানার।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

1h ago