ঢাকায় ফিরছেন কলকাতা ও ত্রিপুরার ২ কূটনীতিক

ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের পর দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরামর্শের জন্য তাদের আসতে বলা হয়েছে। কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, 'বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে সম্প্রতি হামলা ও বিক্ষোভের ব্যাপারে পরামর্শ করতে তাদের ডাকা হয়েছে।'

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু গোষ্ঠীর সদস্যরা। পরদিন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদলিপি দেয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) আগে দুই কূটনীতিককে দেশে আনা হলো। গণঅভ্যত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago