রাতের খাবার খেয়ে অসুস্থ, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীসহ ৫০ জন হাসপাতালে

রাজধানীর বংশাল এলাকায় আল-জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষক ও শিক্ষার্থীসহ ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
বর্তমানে তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার রাত ৮টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, আমাদের মাদ্রাসায় ১৭০ জন শিক্ষার্থী, অধিকাংশই শিশু। শুক্রবার দুপুরে মাদ্রাসায় চিকেন বিরিয়ানি রান্না করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফরা সেই বিরিয়ানি খেয়েছে। একই সময়ে কোনো ব্যক্তি বা সংগঠন থেকে বিফ বিরিয়ানি দিয়ে যায়।
'যেহেতু আমাদের খাওয়া হয়ে গিয়েছিল, সেই জন্য রাতে খাবার হিসেবে রেখে দেই। রাতে সবাই একসঙ্গে বিফ বিরিয়ানি খাই। শনিবার সকাল থেকে একেকজন অসুস্থ বোধ করতে থাকে,' বলেন তিনি।
মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানান, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তাদের একেক জনের পাতলা পায়খানা, বমি, মাথাব্যথা ও পেটব্যথা শুরু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার বলেন, 'ধারণা করা হচ্ছে, তাদের ফুড পয়জনিং হয়েছে। সবাইকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
Comments