‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় স্থগিত

জয় বাংলা স্লোগান নিয়ে সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

'জয় বাংলা'কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী সরকারের করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

তিনি বলেন, 'আপিল বিভাগের এই আদেশের ফলে 'জয় বাংলা' আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না।'

এর আগে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেছিল সরকার।

প্রসঙ্গত, ২০২০ সালের ১০ মার্চ 'জয় বাংলা'কে দেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

Comments

The Daily Star  | English

'Interim govt ready to hand over power to elected representatives'

Chief Adviser Yunus says while addressing a views-exchange meeting with Bangladeshi expats in Kuala Lumpur

3h ago