দাম সহনীয় রাখতে মার্চ পর্যন্ত ভোজ্যতেলে কর-ভ্যাট অব্যাহতি

ভোজ্যতেল
ছবি: সংগৃহীত

রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে ভোজ্যতেলের ওপর শুল্ক, কর ও ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যানোলা ও সানফ্লাওয়ার অয়েলসহ সব ভোজ্যতেলের ওপর আগামী ৩১ মার্চ পর্যন্ত এই শুল্ক, কর ও ভ্যাট অব্যাহতি সুবিধা থাকবে।

পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পামওয়েল আমদানিতে বর্তমান সব আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর সম্পূর্ণ অব্যাহতি দিয়ে এনবিআর তিনটি প্রজ্ঞাপন দিয়েছে।

এ ছাড়া, এসব প্রজ্ঞাপনে সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পামওয়েল বিক্রির ওপর স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর উল্লিখিত সময়কাল পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এসব পণ্যের আমদানিপর্যায়ের মূসক ১৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।

ফলে ভোজ্যতেল আমদানির সময় পাঁচ শতাংশ মূসক ছাড়া আর কোনো ধরনের কর থাকছে না।

এনবিআরের প্রত্যাশা, সানফ্লাওয়ার তেল ও কেনোলা তেলের কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, আগাম কর ও অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করায় এবং মূল্য সংযোজন কর কমানোর ফলে আমদানি ব্যয় লিটার প্রতি ৪০-৫০ টাকা কমবে। সার্বিকভাবে বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়বে এবং দাম সহনীয় থাকবে।

Comments

The Daily Star  | English

US cuts tariffs on Bangladesh to 20% after talks

The deal for Dhaka was secured just hours before a midnight deadline set by President Donald Trump

3h ago