বকেয়ার দাবিতে কারওয়ান বাজারে রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী কর্মীরা

রাজধানীর কারওয়ান বাজারের কাছে রেললাইন অবরোধ। ছবি: প্রবীর দাশ/স্টার

বকেয়া বেতন ও চাকরি নিয়মিত করার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের কাছে রেললাইন অবরোধ করেছেন রেলওয়ের অস্থায়ী কর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা এই অবরোধ করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ছবি: প্রবীর দাশ/স্টার

আন্দোলনরত এক কর্মী দ্য ডেইলি স্টারকে জানান, পাঁচ মাসের বকেয়া বেতন এবং চাকরি নিয়মিত করণের দুই দফা দাবিতে তারা রেললাইন অবরোধ করেছেন।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন।

 

Comments

The Daily Star  | English

10 ministries brace for budget cuts

The railway ministry, the power division, and the primary and mass education ministry will see the biggest chop.

8h ago