সরকারি চাকরি ও পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করা হবে

জনপ্রশাসন সংস্কার কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, ফরিদপুর, কুমিল্লা,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জ্যেষ্ঠ সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ড. মো. মোখলেছ উর রহমান। ছবি: সংগৃহীত

সরকারি চাকরি ও পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা বাতিলের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আজ মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।

তিনি বলেন, 'কমিশন সরকারি চাকরি এবং পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন অপসারণের সুপারিশ করবে।'

'প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। আইনি বাধা না থাকলে, বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করার অধিকার সবার আছে,' বলেন তিনি।

এদিকে, জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান জানান, সংস্কার কমিশন মনে করে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের বর্তমান কাঠামো বজায় রাখার প্রয়োজন নেই। বরং, এই দুটি গুরুত্বপূর্ণ সেক্টর পরিচালনার জন্য পৃথক সংস্থা গঠনের প্রস্তাব করবে কমিশন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'শিক্ষা ও স্বাস্থ্য জনসাধারণের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। কমিশন এই খাতে কর্মরত পেশাদারদের জন্য বিশেষ সুবিধা বাড়ানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করবে।'

পরীক্ষার মাধ্যমে পদোন্নতি

জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী জানান, উপ-সচিব এবং যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য কমিশন পিএসসির পরীক্ষার সুপারিশ করবে। তবে, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির জন্য কোনো পরীক্ষার প্রয়োজন হবে না বলে তারা মনে করেন।

বর্তমানে উপসচিব পদে পদোন্নতির ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত এবং অন্যান্য ২৫ ক্যাডার থেকে বাকি ২৫ শতাংশ।

সংস্কার কমিশন প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডার থেকে সমান সমান পদোন্নতির সুপারিশ করবে বলে জানান আব্দুল মুঈদ চৌধুরী।

সভায় কমিশনের সদস্য অধ্যাপক ড. সৈয়দা শাহিনা সোবহান, শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসান, ড. মোহাম্মদ তারেক, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Polytechnic students block Tejgaon road over six-point demand

The blockade has caused a long tailback on roads in the neighbouring areas.

9m ago