শার্শা সীমান্তে একদিনে ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে এক দিনে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যার ভেতর এই মরদেহগুলো উদ্ধার করা হয়।
এর ভেতর সন্ধ্যায় উদ্ধার করা মরদেহটি বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের সাকিবুর ঢালীর (২২)। বিজিবির সহায়তায় শার্শা থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তার আগে দুপুরে উদ্ধার করা মরদেহ দুটি পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের সাবু হোসেন (২৮) এবং একই থানার কাগজপুকুর গ্রামের দক্ষিনপাড়ার জাহাঙ্গীর হোসেনের (৩৩)।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবির উপস্থিতিতে তারা মরদেহগুলো উদ্ধার করেছে। সবগুলো মরদেহে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
বিষয়টি নিয়ে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, 'তারা কীভাবে নিহত হয়েছেন সেটা আমরা তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস সন্ধ্যায় উদ্ধার করা সাকিবুর ঢালীর মরদেহ সম্পর্কে বলেন, 'লাশের গায়ে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।'
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, 'মরদেহগুলোর পরিচয় পাওয়া গেছে। তাদের সবার গায়ে একাধিক ক্ষতচিহ্ন আছে।'
Comments