‘গত সরকারের আমলে অনেক প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে’

এই মন্ত্রণালয়ে সংস্কার ও বিচার একসঙ্গে চলবে।
ফরিদা আখতার | ছবি: ইউএনবি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিগত সরকারের আমলে দুর্নীতি হয়েছে এটি সত্য। অনেক প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতির তদন্ত করে সুষ্ঠু বিচার করা হবে।

সিলেট নগরের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে শনিবার দুপুরে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, 'প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল, এমনকি কাজ ফেলে রাখাও হয়েছে। তাই ঘটে যাওয়া দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এই মন্ত্রণালয়ে সংস্কার ও বিচার একসঙ্গে চলবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি করতে দেওয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উপদেষ্টা বলেন, সিলেটে প্রতি বছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু-পাখিও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় বন্যাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus for presenting true, impartial history of Liberation War

Directs all concerned to work accordingly to ensure that the real history of the Liberation War emerges through all the projects of the Liberation War affairs ministry in the coming days

20m ago