মার্চ ফর ইউনিটি: স্লোগানে স্লোগানে মুখর শহীদ মিনার এলাকা

মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল। ছবি: প্রবীর দাশ/স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন হাজারো ছাত্র-জনতা।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহীদ মিনার গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। 

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্র-জনতা বিভিন্ন গ্রুপে শহীদ মিনার এলাকায় এসে অবস্থান নিয়েছেন।

শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল। ছবি: প্রবীর দাশ/স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ সমন্বয়করা মঞ্চে অবস্থান নিয়ে ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন। উপস্থিত ছাত্র-জনতা তাদের স্লোগানে কণ্ঠ মেলান। স্লোগান স্লোগানে উত্তাল পুরো শহীদ মিনার এলাকা।

মঞ্চে আরও দেখা গেছে জাতীয় নাগরিক কমিটির আখতার হোসেন, নাসিরউদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতাদের। 

মৌলভীবাজার থেকে আসা শফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে জানান, তারা প্রায় ৩০০ শিক্ষার্থী শহীদ মিনারে এসেছেন। গতরাত ৩টার দিকে রওনা দিয়ে সকাল ৯টায় শহীদ মিনারে এসে পৌঁছান। চত্বরে আসার পর দেশের অন্যান্য প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে তাদের দেখা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের অংশ হিসেবেই আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েতের আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তবে, গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেওয়ায় নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে শহীদ মিনারে গণজমায়েত করলেও আজ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তারা প্রকাশ করছে না।

 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago