বিদেশে কর্মী যাওয়া কমেছে ২২ শতাংশ

প্রতীকী ছবি | স্টার ফাইল ফটো

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলেও, গত বছরে বিদেশে বাংলাদেশি কর্মী যাওয়া কমেছে ২২ দশমিক পাঁচ শতাংশ।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুসারে, গত বছর বিদেশে গেছেন 

মোট এক লাখ ১১ হাজার ৮৫৬ জন। ২০২৩ সালে গিয়েছিল ১৩ লাখ পাঁচ হাজার ৮৫৬। সেই হিসাবে দুই লাখ ৯৩ হাজার ৫৯৭ জন কম গেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর প্রবাসীরা দেশে রেকর্ড ২৬ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড-১৯ মহামারি চলাকালে বাংলাদেশিদের বিদেশে যাওয়া রেকর্ড সংখ্যক কমে দুই লাখ ১৭ হাজার ৬৬৯ জনে দাঁড়ায়। তবে, এর পরে বাংলাদেশিদের বিদেশে যাওয়ার প্রবণতা ছিল ঊর্ধ্বমুখী।

পরের বছর এই সংখ্যা তিন গুণ বেড়ে ছয় লাখ ১৭ হাজার ২০৯ জনে দাঁড়ায়। ২০২২ সাল নাগাদ এটি বেড়ে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জনে পৌঁছায় এবং ২০২৩ সালে সর্বোচ্চ সংখ্যক 
১৩ লাখ পাঁচ হাজার ৪৫৩ জন বিদেশে গেছেন।

বিএমইটির প্রতিবেদনে দেখা যাচ্ছে, নারী শ্রমিকের বিদেশে যাওয়া হার উদ্বেগজনক সংখ্যক কমেছে। গত বছরের নভেম্বর পর্যন্ত ৫৪ হাজার ৬৯৬ জন নারী বিদেশে গেছেন, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কম।

বাংলাদেশি কর্মীদের জন্য এখনো প্রাথমিক গন্তব্য সৌদি আরব। গত বছরের মোট কর্মীর মধ্যে ৬০ শতাংশ গেছে এই দেশটিতে। এর পরে রয়েছে মালয়েশিয়া ও কাতার , উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

Comments

The Daily Star  | English

Distressed loans surge to Tk 7.56 lakh cr

Distressed loans at banks soared 59 percent to a record Tk 756,526 crore in 2024, laying bare the fragile state of the country’s financial sector.

6h ago