‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশে ৬-১১ জানুয়ারি দেশব্যাপী কর্মসূচি

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে কর্মসূচির কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের ঘোষণা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী প্রচারণা চালাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আজ শনিবার রাজধানীর বাংলামোটর এলাকায় প্লাটফর্মের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'মানুষ এই ঘোষণা থেকে কী আশা করে তা জানতে আমরা লিফলেট বিতরণ, সমাবেশ ও নানা মাত্রায় জনসংযোগ করব। এই প্রচারাভিযানটি প্রতিটি জেলায় পরিচালিত হবে।' 

জুলাই-আগস্ট অভ্যুত্থানে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহুরে বাসিন্দা, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখ করে হাসনাত বলেন, 'আমরা আশা করি যে, এই ঘোষণাটি এই সমস্ত গোষ্ঠীর আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।'

'এটি নিশ্চিতের জন্য আগামী সপ্তাহজুড়ে দেশের প্রতিটা জেলায় ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা-উপজেলায় ছাত্র-নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে গণসংযোগ চালাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সারা দেশের প্রতিটা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে', বলেন তিনি।

হাসনাত বলেন, 'আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- সরকার এখনো ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত সকল পক্ষের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ৩১ ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে এই দায়িত্ব নেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, গত চার দিনেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।'

তিনি আরও বলেন, 'এরকম একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে নিজেদের মতামত জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত রয়েছে।'

 

Comments

The Daily Star  | English

At least 16 killed as Pakistan-India tensions intensify

8 killed in Pakistan, 3 killed in Indian Kashmir in shelling from both sides

6h ago