থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্যবিরোধীদের অবস্থান
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
এ কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার কাজে নিয়োজিত যানবাহন চলাচল করতে দেওয়া হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী জানান, 'প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।'
শুক্রবার রাতে শ্রীনগরে গ্রেপ্তারের পর ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় শনিবার দুপুরে পুলিশ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬০-১৭০ জনকে আসামি করা হয়েছে।
Comments