যে নির্মম-অমানবিক গণহত্যা হয়েছে, অবশ্যই আমাদের সরকার তার বিচার করবে: আসিফ নজরুল

ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং। ছবি: ইউএনবি

নির্বাচনের আগেই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে কি শুধু সংস্কার কাজ প্রাধান্য পাবে? জুলাইয়ের গণহত্যার বিচারের যে দাবি ছিল, সেটি কতটুকু প্রাধান্য পাবে?—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, 'আমি নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনালের ওপর। এখানে রাষ্ট্রপক্ষের অংশগ্রহণ বেশি। ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। যে গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হতে পারে।'

তিনি বলেন, 'যদিও এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, বিশ্বাস আছে—আগামী নির্বাচনের আগেই আমরা অন্তত ট্রায়াল কোর্টের বিচারকাজ সম্পন্ন করতে পারব। এখানে কারও কোনোরকম গাফিলতি করার সুযোগ নাই।'

'আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা— বাংলাদেশে যে নির্মম, অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে, অবশ্যই আমাদের সরকার তার বিচার করবে।'

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago