মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ছবি : পিআইডি/বাসস
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ছবি : পিআইডি/বাসস

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন গতকাল সুইস শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন।

রাষ্ট্রদূত হিউসগেন প্রধান উপদেষ্টাকে এই বছরের ফেব্রুয়ারিতে জার্মান শহর মিউনিখে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান।

বৈঠকে তারা জুলাই গণঅভ্যুত্থান, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও অনলাইনে ভুল তথ্য প্রচার নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত হিউসজেন বলেন, ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা হয়।

তিনি পরামর্শ দেন যে বাংলাদেশ ইউরোপীয় দেশগুলির উদাহরণ অনুকরণ করে একটি আইন প্রণয়ন করতে পারে যাতে বিষয়বস্তু যাচাই করার জন্য অনলাইন প্ল্যাটফর্মের প্রয়োজন হয়।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও যোগ দেন।

 

Comments

The Daily Star  | English

BNP serious about reforms, spreadsheet created confusion: Salahuddin

"BNP is serious about reforms. That's why we're actively discussing with the commission to build consensus," he said

8m ago