বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই

সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ। স্টার ফাইল ছবি

দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

আজ রোববার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কে এম সফিউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা, ফ্যাটি লিভার এবং ডিমেনশিয়াসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। তাকে স্ট্রেচারে করে চলাফেরা করতে হতো।

১৯৭১ সালে কে এম সফিউল্লাহ জয়দেবপুরে অবস্থানরত দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন।

তার নেতৃত্বে রেজিমেন্টের বাঙালি সেনারা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি ৩ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে যখন তিনটি নিয়মিত সেনা ব্রিগেড (বাহিনী নামে পরিচিত) গঠিত হয়, তখন সফিউল্লাহ 'এস' ফোর্সের কমান্ড নেন।

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর উত্তম উপাধিতে ভূষিত হন।

কে এম সফিউল্লাহর জন্ম ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তিনি ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। 

১৯৭৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে মালয়েশিয়া, কানাডা, সুইডেন আর ইংল্যান্ড। 

১৯৯১ সালে দেশে ফেরার পর তাকে এক বছরের জন্য অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে রাখা হয়। পরের বছর তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues gazette notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago