তুরাগের তীরে বিশ্ব ইজতেমা শুরু

গাজীপুর, টঙ্গী, তুরাগ নদ, বিশ্ব ইজতেমা,
আজ শুক্রবার ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। ছবি: স্টার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আম বয়ানে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভারত থেকে আসা মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।'

এদিকে ইজতেমায় যোগ দিতে তিন দিন আগে থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসতে শুরু করে। আজ ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্থান থেকে আগত মাওলানা জিয়াউল হক এবং এর তরজমা (অনুবাদ) করেছেন মাওলানা নুরুর রহমান। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়েছে। আজ জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের।

সমন্বয়ক হাবিবুল্লহ রায়হান বলেন, 'পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন করবেন।'

স্থানীয় প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবারের বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত বিশ্বের ৪২ দেশের ৮৫০ বিদেশি ময়দানে উপস্থিত হয়েছেন।

ইজতেমায় বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ইজতেমা প্রশাসন। বিদেশি খিত্তার পাশে পুলিশ র‌্যাবসহ সব বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ বসানো হয়েছে।

ইজতেমা ময়দান সংলগ্ন উত্তর-পশ্চিম পাশের উত্তরা মোটরস মাঠে গাজীপুর সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), হামদর্দ ল্যাবরেটরিজ, ইসলামিক মিশন ও ইসলামিক ফাউন্ডেশন, হোমিওপ্যাথিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, স্কয়ার ফার্মাসিটিক্যালস, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ প্রায় বিশটি প্রতিষ্ঠান বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে।

৫৮তম বিশ্ব ইজতেমা দুই পর্বে তিন ধাপে অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাত বাংলাদেশের (শুরারি নেজাম) অনুসারীরা প্রথম পর্ব দুই ধাপে শুরু করবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

6h ago