পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অভ্যুত্থানে আহতরা

ছবি: সংগৃহীত

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলে গেছেন বিক্ষোভরত অভ্যুত্থানে আহতরা।

আজ সোমবার মধ্যরাত ১২টার দিকে তারা পুলিশ ব্যরিকেড ভেঙে ভেতরে চলে যান।

বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছালে সেখানে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করেন।

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করেছে।

একপর্যায়ে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনিও বিক্ষোভরত আহতদের শান্ত করার চেষ্টা করেন।

বিক্ষোভকারীদের একজন হেলাল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা চাই প্রধান উপদেষ্টা কিংবা তার প্রতিনিধি আমাদের লিখিত দিক যে তারা আমাদের দাবি মেনে নিয়েছে। তা না হলে আমরা ফিরব না। আমরা কোনো মৌখিক আশ্বাসের ভরসায় থাকব না।' 

যমুনা থেকে সরলেন আহতরা

দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর রাত ১টা ৪৫ মিনিটের দিকে জুলাই অভ্যুত্থানে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে যান।

ডেপুটি কমিশনার (রমনা) মাসুদ আলম ডেইলি স্টারকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আশ্বাস দিলে রাত পৌনে ২টার দিকে আন্দোলনকারীরা সেখান থেকে চলে যান।

আহত আন্দোলনকারীদের একজন মনির হাসান বলেন, হাসনাত আবদুল্লাহ তাদের বলেছেন, কিছু দাবি চলতি সপ্তাহেই পূরণ করা হবে এবং বাকিগুলো আগামী দিনে পূরণ করা হবে।

Comments

The Daily Star  | English
March for Gaza Dhaka rally 2025

March for Gaza: Crowds throng Suhrawardy Udyan

People from various parts of the city are seen marching in groups from different areas such as Shahbagh, Doel Chattar, and Nilkhet

2h ago