টাঙ্গাইল-জামালপুর-শেরপুরে ৪৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

titas gas
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও এর আশপাশের এলাকাগুলোতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ব্রহ্মপুত্র বেসিন এলাকার গ্যাস সঞ্চালন লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টাঙ্গাইলের চন্দ্রা, ঘাটাইল ক্যান্টনমেন্ট, গোপালপুর পৌরসভা, তারাকান্দি, সরিষাবাড়ি উপজেলা, জামালপুর সদর, শেরপুর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে ওই বার্তায়।

Comments