সকালেও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর

সকালেও ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে। ছবিটি সকাল সাড়ে ৭টার দিকে তোলা ছবি: এমরান হোসেন/ স্টার

ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। আজ বৃহস্পতিবার সকালেও এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

সকালে ৭টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষ এখানে রয়েছেন।

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে। সকাল ৯টায় তোলা ছবি। ছবি: তানজিল রেজোয়ান/ স্টার

ফেসবুকে ঘোষিত 'বুলডোজার মিছিল' কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। 

ধানমন্ডি ৩২ নম্বর থেকে সকাল ৯টায় তোলা ছবি। ছবি: এমরান হোসেন/ স্টার

রাত ১১টার দিকে বাড়িটির সামনে আনা হয় ক্রেন এবং রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর।

ছবি: এমরান হোসেন/ স্টার

ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়।

 

Comments

The Daily Star  | English

Bengal Group Chairman Morshed Alam arrested

Detective Branch of police arrested Bengal Group Chairman Morshed Alam in the capital last night.

3h ago