সুধাসদনে আগুন

‘নিরাপত্তার অভাব-বিক্ষুব্ধদের বাধায় আগুন নেভাতে যায়নি ফায়ার সার্ভিস’

শেখ হাসিনা, সুধাসদন,
সুধাসদনে পড়ে থাকা আসবাব নিয়ে যাচ্ছেন মানুষ। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে গতকাল রাতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে নিরাপত্তার অভাব ও বিক্ষুব্ধদের বাধার কারণে আগুন নেভাতে যেতে পারেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।

তিনি বলেন, 'নিরাপত্তার অভাব ও বিক্ষুব্ধদের বাধার কারণে ফায়ার সার্ভিস সুধাসদনে আগুন নেভাতে যেতে পারেনি।'

সুধাসদন থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, আজ সকালেও সুধাসদনের দোতলায় আগুন জ্বলছে। জানালা দিয়ে দেখা গেছে ভেতরে আগনু জ্বলছে। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। যারা বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাচ্ছেন, এসির যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছেন।

পেশায় গাড়িচালক রাসেল নামের একজন বলেন, 'আমি বাড়ির দলিলের ফটোকপি পেয়েছি। এটা নিয়ে যাচ্ছি। এছাড়া একটি প্লাস্টিকের প্লেট পেয়েছি, সেটাও নিয়ে যাচ্ছি।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

8h ago