শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, সরানো হলো ফজিলাতুন্নেছা মুজিবের নামফলক

শেখ মুজিবুর রহমান, শাবিপ্রবি, সিলেট সিটি করপোরেশন, ছাত্র-জনতা, শেখ হাসিনা,
রাত ১২টার দিকে শাবিপ্রবির গোলচত্ত্বরের পাশে প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার মধ্যরাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলকও সরিয়ে দেওয়া হয়।

গতকাল বুধবার রাত ১২টার দিকে সিটি করপোরেশনের হুইল এক্সকেভেটর দিয়ে শাবিপ্রবির গোলচত্ত্বরের পাশে প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙা হয়। পরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভেঙে সরিয়ে দেন তারা।

এর আগে, রাত সাড়ে ১০টার দিকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক ও শাবিপ্রবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, 'গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো স্মৃতিচিহ্ন বাংলার মাটিতে থাকতে পারে না। এদেশে স্বৈরাচার হাসিনা পরিবারতন্ত্র কায়েম করতে চেয়েছিল। দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জুড়ে দিয়েছিল। আজ শেখ মুজিবের ম্যুরাল ভাঙার মাধ্যমে মুজিববাদের কবর রচিত হলো।'

জানতে চাইলে শাবিপ্রবির প্রোক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, 'রাতে নিরাপত্তা প্রধানের কাছ থেকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ততক্ষণে ছাত্ররা ম্যুরাল ও নামফলক ভেঙে ক্যাম্পাস থেকে চলে যান।'

তার ভাষ্য, 'সকাল থেকে ক্যাম্পাসে নতুন কোনো কর্মসূচি না থাকায় পরিস্থিতি শান্ত আছে।'

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

3h ago