ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ ২ জনকে মারধর

এক নারীকেও মারধর করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এক নারীসহ দুজনকে মারধর করা হয়েছে।

ভবনের ভাঙচুর চলাকালে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি বাসভবনের সামনে দাঁড়িয়ে 'জয় বাংলা' স্লোগান দিলে উত্তেজিত জনতা তাকে আক্রমণ করে। হামলার একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ভিডিও ফুটেজে দেখা যায়, তার কপালে কাটার চিহ্ন রয়েছে। পরে কিছু মানুষ তাকে রিকশায় উঠিয়ে নিয়ে যায়।

এর কিছুক্ষণ পর মধ্যবয়সী এক সালোয়ার-কামিজ পরিহিত নারী ভবনের সামনে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে থাকেন। এক পর্যায়ে তিনি ভবনটিকে 'আপার বাড়ি' বলে উল্লেখ করেন।

এতে উত্তেজিত জনতার সঙ্গে তার তর্ক শুরু হয়। তর্ক-বিতর্ক এক পর্যায়ে সংঘাতে রূপ নেয় এবং ক্ষুব্ধ জনতা তাকে শারীরিকভাবে আক্রমণ ও হয়রানি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে মূল সড়কের দিকে নিয়ে যাওয়ার সময় মারধর করা হচ্ছিল এবং তিনি বারবার অনুরোধ করছিলেন যেন তাকে না মারা হয়। পরে কিছু লোক তাকে একটি রিকশায় তুলে দেয়। তবে তার পরিচয় জানা যায়নি।

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙার কাজ দুপুরেও চলতে দেখা গেছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনটি ভাঙা হচ্ছিল এবং এর একটি বড় অংশ ইতোমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

7h ago