উড়ন্ত উড়োজাহাজে যাত্রীর ‘হার্ট অ্যাটাক’, শাহ আমানতে জরুরি অবতরণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ব্যাংকক থেকে ঢাকায় ফিরছিল থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। এ অবস্থায় এক যাত্রীর 'হার্ট অ্যাটাকের' কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হন পাইলট।

শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

উড়োজাহাজটি অবতরণের আগেই মেডিকেল ইমার্জেন্সির ঘোষণা আসে পাইলটের পক্ষ থেকে। সে কারণে তৈরি ছিলেন চিকিৎসকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

জরুরি অবতরণের পর রাত ১টা ৪০ মিনিটে উড়োজাহাজের দরজা খোলার সঙ্গে সঙ্গে উপস্থিত চিকিৎসক ওই যাত্রীর মেডিকেল পরীক্ষা করে নিশ্চিত হন যে তিনি মারা গেছেন।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এমন পরিস্থিতিতে থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার মোহাম্মদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই মৃত ব্যক্তিকে ফ্লাইটে রেখেই ঢাকায় নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ করার কথা জানান।

পরে রাত ৩টা ৪০মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে।

জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, হার্ট অ্যাটাকে মারা যাওয়া ওই ব্যক্তির নাম সাজ্জাদ।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

3h ago