‘আয়নাঘর’ উন্মোচনের দাবিতে উত্তরায় র্যাব অফিসের সামনে অবস্থান

শেখ হাসিনা সরকারের আমলে সব গোপন বন্দিশালা উন্মোচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানী ঢাকার উত্তরায় র্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কাউন্সিল অ্যাগেইন্সট ইনজাস্টিস (সিএআই) নামে একটি সংগঠন।
শনিবার ভোররাত ১টার দিকে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'শুক্রবার বিকেল থেকে তারা র্যাব-১ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের আমরা অনুরোধ করেছিলাম, আপনাদের অবস্থান কর্মসূচির কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শনিবার রাত ১টা পর্যন্ত তারা সরে যাননি।'
জাহিদুল বলেন, 'উনারা যে দাবি করছেন, সেটা র্যাব-১ এর পক্ষে মেটানো সম্ভব নয়। কারণ আমাদের সেই ক্ষমতা নেই।'
সিএআইর দাবিগুলো হলো—হাসিনা রেজিমের সব গোপন বন্দিশালা জাতির সামনে উন্মোচন করতে হবে; র্যাব, সিটিটিসি, এটিইউসহ যেসব বিশেষায়িত বাহিনী ইসলাম ও মুসলিমদের বিরূদ্ধে ব্যবহার হয়েছে, সেগুলো বিলুপ্ত করতে হবে; গুমের শিকার ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ প্রদান ও সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং অ্যান্টিটেরোরিজম অ্যাক্ট বাতিল করতে হবে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, 'গেট দিয়ে আমাদের গাড়ি বের হতে পারছে না। রাতে যেসব অপরাধ সংঘটিত হয়, সেগুলো প্রতিরোধে আমরা টহলে যাই। গেট বন্ধ করে রাখায় আমরা যেতে পারছি না।'
Comments